
গাইবান্ধা জেলার ফুলছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
আজ ২০ মার্চ মঙ্গলবার দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান উদাখালী ইউনিয়নের দক্ষিণ সর্দারপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা এবং ত্রাণসামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ইউপি সদস্য খাজা মিয়াসহ স্থানীয় আরও অনেকে।
উল্লেখ্য, গতকাল ১৯ মার্চ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ সর্দারপাড়া গ্রামের পেয়ারা সরকারের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হলে ৩টি পরিবারের লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে যায়।