
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর মহদীপুরে পেপুলিজোড় গ্রামের পেপুলিজোড় জামে মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে এক যুবক নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলিজোড় গ্রামে পেপুলিজোড় জামে মসজিদের পুকুরে ইটভাটার পোড়ায়কর্মী আজ ২৩ মার্চ দুপুরে জুম্মার নামায আদায় করার উদ্দেশ্যে গোসল করতে নেমে মৃত্যু হয়।
সহকর্মীরা অনেক খুজাখুজি করে পুকুর পাড়ে জুতা পড়ে থাকতে দেখে পুকুরে খোঁজাখুজি করে মরদেহ খুজে পায়। এ ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা নিহতের মরদেহ দেখতে ভীর জমায়।
নিহত ব্যক্তি শরিফুল (৩৫) সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জগৎবার গ্রামের মৃত জলিলের পুত্র।সে গতকাল হতে মহাদীপুর ইউনিয়নের পেপুলিজোড় গ্রামে টিপিএল ইটভাটায় কয়লাম্যান পোড়াই কর্মী হিসাবে কাজ করতো।
নিহতের বোন ফরিদা বেগম জানান,তার ভাই নিহত শরিফুল (৩৫) আগে হতে অসুস্থ্য ছিলো। তার একটি ৪ বছরের পুত্র সন্তান রয়েছে।