
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ঢোলভাঙ্গায় আমির উদ্দিন প্রতিবন্ধি স্কুলের সামনে আইলেন পারাপার হওয়ার সময়ে আজ ৯ মার্চ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ টা ২০ মিনিটের সময় পলাশবাড়ী গামী মহিন্দ্র ট্রাক্টর ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিক্সার যাত্রী গুরুত্বর আহত হয়। এসময় ঘটনাস্থল হতে পালিয়ে যায় ঘাতক ট্রাক্টরটি। পরে আহত ব্যক্তিকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়।
আহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম সে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম সুমন জানান, রোগীর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হলো।