
গাইবান্ধার পলাশবাড়ীতে ২৫ মার্চ গনহত্যা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে বধ্যভুমিতে পুস্পাঞ্জলি অর্পন আলোচনা সভা ও গনহত্যা বিষয়ক দুর্লভ চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রোববার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বিশাল র্যালি বের হয়ে সড়ক ও জনপথ বিভাগের বধ্যভুমিতে গিয়ে শেষ হয়।
পরে সড়ক ও জন বিভাগের বধ্যভুমি পুস্পমাল্য অর্পন করেন।

প্রথমে জাতীয় সংসদ সদস্য ডাঃইউনুস আলী সরকার এমপির পক্ষে পুস্প মাল্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক, এরপড় একে একে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বধ্য ভুমিতে পুস্প মাল্য অর্পন করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেনের সভসপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান,থানার ওসি তদন্ত মোস্তাফিজার রহমান প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও: মোস্তাফিজুর রহমান।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিশোরগাড়ী ইউপির কাশিয়াবাড়ী বধ্য ভুমিতে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম।
শেষে স্থানীয় চৌমাথা মোড়ে গনহত্যা বিষয়ক দুর্লভ চলচিত্র প্রদর্শন করার মাধ্য দিয়ে দিবসটির সমাপ্ত হয়।