
পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ দমকা হাওয়াসহ শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এতে সদ্য গুটি আসা আম ও আমের মুকুলসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়ে বলে জানিয়েছেন কৃষকরা। এ উপজেলায় শিলা বৃর্ষ্টির আঘাতে আহত হয়েছেন প্রায় ৪৫ জন মানুষ। ঘর বারি সহ ফসলি জমির ব্যাপক ক্ষতি।
আজ ৩০মার্চ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলায় হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,চৈত্রে এ হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে পথচারীরা। বৃষ্টির পাশাপাশি বয়ে যায় দমকা হাওয়া। প্রায় ১০ মিনিট ধরে হওয়া এ শিলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তুপ জমে যায়।
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পরতে হয় এলাকার মানুষকে । এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার কয়েকটি গ্রামে প্রায় ৭ শতাধিক ঘর শীলা বৃর্ষ্টিতে ঘরে চাল ছিদ্রু হয়ে গেছে বলে জানা যায়।
এলাকার পরিস্থিতি খুব খারাপ। টানা শিলাবৃষ্টি প্রায় ৪৫ জন মানুষ আহত হয়। প্রতিটা বাড়ি টিন ফুটা হয়ে পানি পরছে। অনেকের ঘরের চালা গুলো অকেজো হয়ে গেছে।
উপজেলার ক্ষতিগ্রস্থ অঞ্চল পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে শিলা বৃর্ষ্টির আঘাতে আহত ব্যক্তিদের ও ক্ষতিগ্রস্থ বারী ঘর দেখতে অত্র এলাকায় ছুটে যান উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরিফ হোসেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম,সহকারি প্রোকৌশলী রাসেল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,ইউপি সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।