
গাইবান্ধার পলাশবাড়ী, সাদুল্লাপুর ও রংপুরের পীরগঞ্জ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ-এর পক্ষে তার প্রতিষ্ঠিত নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের ও জনপ্রতিনিধিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পলাশবাড়ীস্থ নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির সহযোগিতায় আজ ৬ মার্চ মঙ্গলবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের হলরুমে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মাহেনুর ফজিলাতুন নেছা, পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল ছোটবাবা, বিডি ফিস এন্ড ইউএসএ ফিস হ্যাচারির উপদেষ্টা ডাঃ সাকী, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল মামুন, নিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের প্রভাষক মতলুবর রহমান পলাশ প্রমুখ।
শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।