
গাইবান্ধা জেলার পলাশবাড়ী সদরের ঢাকা – রংপুর মহাসড়কের উপর রাব্বীর মোড় নামক স্থানে ঢাকা হতে ছেড়ে আসা রংপুরগামী এবি এন্টারপ্রাইজের চাপায় পিষ্ট হয়ে দশম শ্রেনীর মেধাবী ছাত ঘটনাস্থলে নিহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ২৮ মার্চ বুধবার বিকালে দূর্ঘটনাস্থলের পূর্বপাশ্বে ট্রাক মালিক সমিতির চাঁদা উত্তোলনের উদ্দেশ্যে ঢাকাগামী চলাচলরত একটি ট্রাক কে সিগনাল দিয়ে থামানো হয়। নিহত মেধাবী ছাত্র প্রাইভেট পড়ে বাড়ীতে ফেরার পথে এ ট্রাকটি পেরিয়ে বাইসাইকেল নিয়ে রাস্তার পশ্চিম পাশ্বে পার হতে গেলে ঢাকা হতে রংপুরগামী ঢাকা মেট্রো – ব ১১ -৬১৭০ নাম্বারের এবি এন্টারপ্রাইজ বাসের ধাক্কায় পড়ে যায় মেধাবি ছাত্র খায়রুজ্জামান তুহিন (১৬) এসময় উপস্থিতিদের ডাক চিৎকারে বাসটি না থামিয়ে মেধাবী এ ছাত্রটিকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। এসময় বাসটি সামনের ও পিছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মেধাবী এ ছাত্রটি নিহত হয়। এসময় স্থানীয়রা সহ ছাত্রটির স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।
পরে ঘাতক বাসটি পল্লী বিদ্যুৎ সমিতির সামনে থামিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় বাসটি স্থানীয়রা ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়া চেষ্টা করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে উত্তেজিত জনতাকে শান্ত করে। এবং আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুুদুল আলম।
নিহত মেধাবী ছাত্র খায়রুজ্জামান তুহিন (১৬)সদরের গৃধারীপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনী ছাত্র অত্র বিদ্যালয়ের সেরা ছাত্র। সে পঞ্চম ও অষ্টম শ্রেনীতে বৃত্তিপ্রাপ্ত ছাত্র। সদরের বাশকাটা গ্রামের আশরাফুল ইসলামের পুত্র।
এখবর ছড়িয়ে পড়লে মেধাবী এ ছাত্রের মরদেহ দেখতে শত শত নারী পুরুষ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ভীড় জমায় রাস্তাসহ নিহতের বাড়ীতে।