
গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘‘সি’’-সার্কেল রেজিনূর রহমানের দিক নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নির্দেশে আজ ২৫ মার্চ রবিবার এস.আই(নিঃ) তয়ন কুমার মন্ডল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা সেবী শামীম আহম্মেদ ওরফে বয়রা শামীম কে গ্রেফতার করে।
ওজন অনুমান ৫.৫ গ্রাম, মূল্য অনুমান ২২,৪০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামী শামীম অাহম্মেদ ওরফে বয়রা শামীম (৩৫), পলাশবাড়ী সদরের জামালপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান,উদ্ধারকৃত ইয়াবার ওজন আনুমানিক ৫.৫ গ্রাম যাহার মুল্য প্রায় ২২,৪০০ /- টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।