
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদে ও এসকেএস ফাউন্ডেশনের ওয়াস ইন স্কুল প্রজেক্ট পলাশবাড়ী গাইবান্ধার সহযোগীতায় ৬ লক্ষ্য ৫ হাজার ৯ শত ৬২ টাকা ব্যয়ে নির্মিত ৪ চেম্বার বিশিষ্ট ওয়াস ইন কমপ্লেক্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ২৮ মার্চ বুধবার বেলা ১২ টায় নারায়নপুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যবহার উপযোগী প্রকল্পের অবকাঠামো হস্তান্তর করেন মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি সদস্য আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি,শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দুসহ ওয়াস ইন প্রজেক্ট পলাশবাড়ী উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ।