
গাইবান্ধায় ৫১০ পিস ইয়াবা সহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ওরফে রেজাউল ইসলাম (২৬) কে হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ।
গত কাল ১৯ মার্চ সোমবার বিকাল অনুমানিক ৫ টা ৪০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন বেতকাপা ইউনিয়নের হরিতলা বাজারস্থ বিপ্লব টেলিকম এর পিছন হতে আন্তঃজেলা ইয়াবা ও ফেনসিডিল সরবরাহকারী চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ওরফে রেজাউল ইসলাম(২৬) কে ৫১০ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী জুয়েল ওরফে রেজাউল ইসলাম (২৬) ঝালকাঠি জেলার সদর থানার আগরবাড়ী গ্রামে বাবুল ব্যাপারীর ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান, আটককৃত ইয়াবার মূল ২০৪০০০/- টাকা। আটক মাদক ব্যবসায়ী জুয়েল মুলত ঢাকা হতে ইয়াবা এনে তা মাঠেরহাট এলাকার মাদক ব্যবসায়ী ভুট্টো কে সরবরাহ করে এবং ভুট্টোর নিকট হতে ফেনসিডিল সংগ্রহ পূর্বক ঢাকায় নিয়ে বিক্রয় করে থাকে। তিনি আরও জানান, আটককৃত জুয়েলের বিরুদ্ধে ডিএমপির রামপুরা থানায় ১টি,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১টি ও বাড্ডা থানায় ১টি মোট ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।