
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ খোলামেলা মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না। অন্যান্যরা বিষয়টিকে দামাচাপা দিয়ে রাখেলেও এই অভিনেত্রী ছেড়ে দেন না কাউকে। অনেকবারই দক্ষিণ ভারতের সিনেমার অন্তরালে ঘটে যাওয়া কাহীনি দর্শকদের সামনে তুলে ধরেছেন। সম্প্রতি গণমাধ্যমে আরো একটি তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।
বললেন, সিনেমায় নারীদের অভিনয়ের কোনো প্রশংসা করা হয় না। তাদের নেওয়া হয় শুধু শরীর দেখানোর জন্য। এ কারণেই অভিনয় জীবনের প্রথম শটটির কথা ভুলতে পারছেন না ইলিয়েনা। তাই দক্ষিণী চলচ্চিত্রের অন্তরালে ঘটা সব কাহিনী মুখ ফুটে বলতে চান এই নায়িকা। কিন্তু এসব বিষয়ে একটু মাতামাতি করলেই তো ক্যারিয়ার শেষ হয়ে যাবে, হারাতে হবে গ্ল্যামার জগৎ—এই ভয়ে গুরুতর সমস্যা হওয়ার পরও ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিস্তারিত কিছু বলছেন না।
তার মতে, কোনো তারকা নিজের ক্ষতি করতে চান না। কারণ, প্রথম সারির এই তারকারা সবাই প্রতিষ্ঠিত। তাদের অনেকেরই দুর্ভাগ্য, কারণ অনেককেই কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল।
ইলিয়েনা জানান, বলিউডে সবচেয়ে বেশি কাস্টিং কাউচের শিকার হন নতুন মেয়েরা। বলিউডে অভিনয়ের অনেক স্বপ্ন তাদের চোখে। নিশ্চয়ই কেউ চান না, তাদের ক্যারিয়ার শুরুতেই শেষ হয়ে যাক। আর এ কারণেই কাস্টিং কাউচের ঘটনা সব সময় ধামাচাপা পড়ে যায়।
ডি ক্রুজের দাবি, ভারতে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পূজা করা হয়। সেখানে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললে যে ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।