1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দেশে ফিরেছে সাকিবরা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ২৮ বার পড়া হয়েছে

নিদাহাস ট্রফি শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিবদের বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল শ্রীলঙ্কা। সিরিজে ফাইনাল খেললেও ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। ফলে শিরোপার স্বপ্নটা অধরাই থেকে যায়।

রবিবার (১৮মার্চ)ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন বাংলাদেশের দেয়া ১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে ৪ উইকেটের জয় পায় টিমইন্ডিয়া। ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় কেড়ে নেন দিনেশ কার্তিক।

উল্লেখ্য, গত ৪ মার্চ টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছেড়েছিল টাইগাররা।

সাব্বিরের হাসি ম্লান হয়ে গেছে দলের ব্যর্থতায়
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনালে তিন নম্বরে নেমে দারুণ একটা ইনিংস খেললেন সাব্বির হোসেন। মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ।

দুর্দান্ত ফর্মে থাকা মুশফিকুর রহীম বা মাহমুদউল্লাহ কেউই বড় স্কোর করতে পারেন নি। মাহমুদউল্লাহ আউট হলেন তো সাব্বিরের ভুলেই। এমন একটা ম্যাচে পরিস্থিতি দাবি তো মেটালেনই, ফিফটিরও দেখা পেলেন সাব্বির। ৫০ বলে খেললেন ৭৭ রানের ইনিংস। ৪টি ছয় ও ৭টি চার তার ইনিংসে। তার ইনিংসে ভর করেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে বাংলাদেশ।

পরিসংখ্যান বলছে ২১ ইনিংস পর টি-টুয়েন্টিতে ফিফটির দেখা পেলেন সাব্বির। সর্বশেষ ২০১৬ সালে এশিয়া শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। ৮০ রানের একটি ইনিংস খেলেছিলেন সেবার। এরপর টি-টুয়েন্টিতে চল্লিশোর্ধ আর মাত্র ২টি ইনিংসই খেলতে পেরেছিলেন সাব্বির।

রান ছিল না তার কোনো ফরম্যাটেই। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই ব্যর্থ ছিলেন। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ সব জায়গাতেই ছিলেন ব্যর্থ। মাঠের বাইরের কিছু বিতর্কও পিছু ছাড়ছিল না সাব্বিরকে। এবারে নিদাহাস ট্রফি তাই সাব্বিরের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আগের চার ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭০ রান। তার চারটি ইনিংস এমন- ৩০, ০, ২৭ ও ১৩। যা সাব্বিরকে নিয়ে চলা সমালোচান থামবার জন্য যথেষ্ট ছিল না।

অবশেষে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে এসে জ্বলে উঠলেন তিনি। টি-টুয়েন্টি ক্যারিয়ারে সাব্বিরের এটি চতুর্থ ফিফটি।

তবে শেষ পর্যন্ত ম্যাচ শেষে হাসতে পারেননি সাব্বির। হাসতে পারেনি বাংলাদেশও। ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত। শেষ বলে ছক্কা মেরে দলকে জয় এনে দিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন দিনেশ কার্তিক। মাত্র ৮ বলে অপরাজিত ২৯ রান করেছেন তিনি।

যে কারণে শিরোপা বঞ্চিত বাংলাদেশ
ঢাকা: এবারো পারল না বাংলাদেশ। নিদাহাস ট্রফির ফাইনালে হেরেছে। ঘরের বাইরে সাকিব-তামিমদের এটাই ছিল প্রথম ফাইনাল। আন্তর্জাতিক আসরে ফাইনালে উঠে এ পর্যন্ত শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে চারটি ফাইনালেই হারতে হয়েছে টাইগারদের।

রবিবার কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাই বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছে। গড়তে পারেনি বড় কোনো স্কোর। বিশেষ করে দামি খেলোয়াড়রা যেভাবে আউট হয়েছে। তাতে জাতীয় দলের খেলা মনে হয়নি। বরং পাড়া-মহল্লা মানের খেলা হয়েছে।

ব্যাট করতে নামা বাংলাদেশ দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ভারতের ডানহাতি স্পিনার ওয়াশিংটনের হাতে ফিরেছেন। লিটন দাস দীর্ঘদিন যাবৎ ফর্মে নেই, তারপরও কোন যুক্তিতে তাকে দলে নেওয়া হয়, তার কোনো ব্যাখ্যা হয় পাওয়া যাবে না। আর এভাবেই হারতে হবে বাংলাদেশ দলকে। এটাই নিয়তি।

লিটন দাসের আউটের সে শোক কাটতে না কাটতেই তামিম ইকবালকে দারুণ এক ক্যাচে থামিয়েছেন ভারতীয় পেসার শারদুল ঠাকুর। একেবারে সীমানা থেকে তাকে দারুণ ক্যাচে পরিণত করেন শার্দুল। তামিম গুরুত্বপূর্ণ ম্যাচে একদিন চলে উঠে তো আর দশদিন খারাপ খেলা। তবে আজকে আরেকটু ধৈর্য ধরলে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন ইতিহাস গড়তে পারতো।

তামিমের পর পঞ্চম ওভারের শেষ বলে স্কয়ার লেগে শিখর ধাওয়ানকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য সরকার (১)। সে তো লিটন দাসের মতো একেবারে ফর্মে নেই, তার পরও অদৃশ্য কোনো এক কারণে সে ঠিক দলে তো বটে, মূল একাদশেও জায়গা পেয়ে যায়। ভাবটা দেখে মনে হয় ১৮ কোটি মানুষের দেশে যেন আর কোনো খেলোয়াড় নাই।

এর পর ভাল খেলে নাগিন নাচকে বিখ্যাত করে তোলা মুশফিকুর রহিম দারুণ দৃঢ়তা দেখান সাব্বির রহমানকে সাথে নিয়ে। কিন্তু আজ আর পারলেন না। দরকার ছিল জ্বলে উঠার। ফাইনালে কোথায় একটু ভাল খেলার প্রত্যাশা জাতির তাও হল না। একেবারে বাজে আউট বলতে যা বুঝায় তাই করলেন মুশফিকুর রহিম। দারুণ ফর্মে থকা মুশফিক এদিন নিজেই বিপদ ডেকে আনেন। স্টাম্পের অনেক বাইরে থাকা মারতে গিয়ে আউট হন তিনি।

অতপর মাহমুদউল্লাহর ব্যাটে আশা। কিন্তু সাব্বির রহমানের সঙ্গে ভুল বোঝাবুঝি খেসারত দিয়ে আউট হন আগের ম্যাচ বাংলাদেশকে নাটকীয় জয় এনে দেওয়া এ ব্যাটসম্যান। মূলত ভারতীয়দের উইকেট উপহার দেন তারা। এরপর রান আউটের ফাঁদে পরে ফিরে যেতে হয় সাকিব আল হাসানকে। তার নামের সাথে খেলার মান মিলেনি। মনে হয় মানসিকতার সমস্যা।

একাই লড়াই চালিয়ে যান সাব্বির। ১৯তম ওভারে উনাদকাটের বলে বোল্ড হওয়ার আগে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান তিনি। ৫০ বল মোকাবেলা করে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।

ম্যাচের শেষ দিকে ২ চার ১ ছক্কায় ৭ বলে মেহেদী হাসান মিরাজের ১৯ রানে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ভারতের পক্ষে চাহাল ৩টি ও উনাদকাট ২টি উইকেট নেন।

অন্যদিকে ফিল্ডিং করতে নেমে একেবারে খারাপ করেনি, শেষ দিকে তো ভালভাবে চেপে ধরতে সক্ষমও হয় কিন্তু তার পরও জয় অধরা থেকে যায়। আর ১৮ কোটি মানুষের বেদনা দীর্ঘায়িত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft