
উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিপ্লব কুমার দেব। এর আগে বিধান সভা নির্বাচনে তিনি ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি থেকে নির্বাচিত হন।
শুক্রবার দুপুরে রাজ্যের রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ, শীর্ষ বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও ত্রিপুরার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রমুখ।
দায়িত্ব গ্রহণের আগে বিপ্লব এনডিটিভিকে তার অগ্রাধিকারের ক্ষেত্র ও নতুন ভূমিকার কথা জানান। তিনি জনতার লোক হয়ে কাজ করার কথা বলেছেন।
বিপ্লব বলেন, ‘জনগণ আমার প্রেরণা। তারাই আমার দল।’
ত্রিপুরার জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিপ্লব। তিনি বলেছেন, ‘আমি ত্রিপুরাবাসীকে ভালোবাসি। কমিউনিস্ট ও মানিক সরকারকেও ভালোবাসি। কিন্তু আমি হতাশ যে তারা (সিপিআই-এম) অনেকটা সময় পেয়েও রাজ্যের উন্নয়নে সম্পদের সদ্ব্যবহার করেনি।’
গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের বনমালীপুর আসন থেকে অংশ নিয়ে বিজয়ী হন বিপ্লব কুমার। তার নেতৃত্বে বিজেপি বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনে জয় পেয়েছে। আর ভরাডুবি হয়েছে মানিক সরকারের নেতৃত্বাধীন সিপিএম’র। অথচ ২০১৩ সালে ত্রিপুরায় একটিও আসন পায়নি বিজেপি।
ত্রিপুরায় প্রায় ২৫ বছরের বামদলের অবসান ঘটিয়ে এবার ক্ষমতা গ্রহণ করল বিজেপি জোট। দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম নিজেদের দল থেকে কোনো মুখ্যমন্ত্রী পেল ক্ষমতাসীন দল। ৮টি আসন পাওয়া আঞ্চলিক দল ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে বিজেপি।
বিপ্লব দেব চাঁদপুরের কচুয়ার বাসিন্দা ছিলেন। উপজেলার মেঘদাইর গ্রামের হিরুধন দেব ও মিনা রানী দেবের একমাত্র ছেলে বিপ্লব। ১৯৭১-এ তার বাবা-মা ত্রিপুরা চলে যান। তারা সেখানেই স্থায়ী বাসিন্দা হন। বিপ্লবের অনেক আত্মীয়স্বজন কচুয়ায় বসবাস করছেন। তার চাচা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি।
এদিকে, শপথ নেয়ার আগে শুক্রবার সকালে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এ সময় তিনি ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান। প্রধানমন্ত্রীও তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
আশরাফুল আলম বলেন, ‘শুক্রবার দুপুরে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন বিপ্লব কুমার দেব। এর আগে সকালে ঢাকায় ফোন করেন তিনি।’
তিনি আরো বলেন, ‘তিনি (বিপ্লব দেব) ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সহযোগিতার আশ্বাস দেন।’
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, ‘টেলিফোন আলাপে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণের সহযোগিতার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’