
টালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী বিয়ে করেছেন। পূর্ব পরিকল্পনা অনুসারে প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলির সঙ্গেই সাত পাকে ঘুরেছেন। জল্পনা থাকলেও রাজের রানী হতে পারলেন না আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর তাইতো রাজ-শুভশ্রীর বিয়েতে সমানভাবে আলোচনায় এসেছে মিমির নামটিও।
রাজ-শুভশ্রী-মিমি, এই ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে শুধু টালিউড নয়, পার্শ্ববর্তী দেশগুলোতেও আলোচনা কম হয়নি। প্রথম দিকে মিমির সঙ্গে প্রেমে জড়ান রাজ। ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে কাজের সুবাদে তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। কিন্তু সেখানে ঢুকে পড়েন নতুন হিরোইন শুভশ্রী। রাজের নতুন প্রেমিকা হয়ে গেলেন তিনি।
এরপরও বিভিন্ন সময় রাজকে মিমির সঙ্গে দেখা গিয়েছে। তাই গুঞ্জন ছিলো শুভশ্রী নয়, হয়ত মিমিকেই বিয়ে করবেন এই নির্মাতা। তবে শেষমেশ শুভশ্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধার ফলে সব জল্পনার অবসান হয়েছে।
এদিকে রাজ-শুভশ্রীর বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন মিমি। টুইট করে তাদের আগামী দিনের জন্য শুভকামনাও জানালেন এই নায়িকা। মঙ্গলবার (৬ মার্চ) দিবাগত রাতে রাজ-শুভশ্রী যখন তাদের বিয়ের কথা জানালেন, ঠিক সেই সময়েই মিমি একটি লাল রঙের গাউন পরে অনেকটা বধূর সাজে ছবি তুলে শেয়ার করেন সোশ্যাল সাইটে। এটা নিয়েও আলোচনা হচ্ছে অনেক।
এর কিছুক্ষণ পরে মিমি একটি টুইট করেন। সেখানে লেখেন, অভিনন্দন, তোমাদের সুখী জীবন দীর্ঘ হোক।