
তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলন রিমান্ড শেষে কারাগারে অসুস্থ অবস্থায় মারা গেছেন।
সোমবার (১২ মার্চ) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এসময় চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নং ১০৯৬/১৮।
বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তাকে মারধর করা হয়েছে। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর সুস্থ অবস্থায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তার ওপর কোনও নির্যাতন চালানো হয়নি।’
উল্লেখ্য, গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকির হোসেন মিলনকে গ্রেফতার করে। এরপর তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গেল শনিবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।