
ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার নিউজ এডিটর আশরাফুল কবির আসিফের পিতা ও রূপালী ব্যাংক লিমিটেড এর অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও গাইবান্ধা শাখার সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব মো:আব্দুল্লাহেল কবির অসুস্থ্যজনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় ঢাকা হ্দৃরোগ ইন্সটিটিউটে শনিবার রাত৯ টায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।মরহুমের ২য় নামাযে জানাযা আজ রোববার বাদ জোহর গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
তার নামাযে জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন,জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি,স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি,হুইপ মাহবুব আরা গিনিএমপি, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি,সিনিয়র পরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ,রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মহাসীনুল কবির লেবু,জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন-নবি টিটু,গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক,সাধারন সম্পাদক আবু জাফর সাবু,উপদেষ্টা গোবিন্দলাল দাস, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ,সাংবাদিক খাইরুল ইসলাম,সাংবাদিক মাহমুদ খান,সাংবাদিক উজ্জল প্রধান,সাংবাদিক সাহাদত হোসেন, সাংবাদিক সিজু মিয়া।মরহুমের মৃত্যুতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া পলাশবাড়ী প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি ও গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশন, প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন,বিশিষ্ট জনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশকরে মরহুমের আত্মার শান্তি কামনাও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।গাইবান্ধার শ্যামপুরে তার গ্রামের বাড়ীতে ২য় নামাযে জানাযায় শত-শত মুসল্লিবৃন্দ অংশ গ্রহন করে।তার পরিবারের পক্ষ থেকে রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়।