
এসিড নিক্ষেপ সংক্রান্ত মামলার রায়ে আজ মঙ্গলবার একমাত্র আসামী সাইফুল ইসলামের (৩৫) যাবজ্জীবন সাজা ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাট-২ এর বিচারক ড. আব্দুল মজিদ আজ মঙ্গলবার বেলা পোনে ১২ টার সময় জনাকীর্ণ আদালতে চাঞ্চল্যকর ওই মামলার রায় ঘোষণা করেন।
মামলা সূত্র বাসস’কে জানায়, জেলার কালাই উপজেলার কাথাইল গ্রামের আব্দুস সালাম সরদারের কলেজ পড়–য়া কন্যা সাদিয়া ইসলাম সোমাকে প্রাইভেট পড়াতো একই এলাকার সম্পর্কে ফুফা সাইফুল ইসলাম। এক পর্যায়ে সোমাকে কু-প্রস্তাব ও অশালীণ কথা বার্তা বললে বিষয়টি বাবা-মাকে জানায়। এ থেকে মেয়ের সঙ্গে সাইফুলের শুরু হয় শ্বত্রুতা। শ্বত্রুতার এক পর্যায়ে ২০১৩ সালের ১৩ আগষ্ট রাতে ঘরের জানালা দিয়ে দাহ্য জাতীয় পদার্থ (এসিড) নিক্ষেপ করলে সোমার ডান পাশের মুখো মন্ডলসহ কোমর পর্যন্ত শরীরের বিভিন্ন অংশ ঝলশে যায়। এ ঘটনায় পিতা আব্দুস সালাম বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামী করে কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আদালত এ মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার ওই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি নারী ও শিশু নির্যাতন দমন আদালত এ্যাড. ফিরোজা চৌধুরী ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড: মোস্তাফিজুর রহমান।সুত্র-বাসস