
চালের বাজার স্থিতিশীল রাখতে এবং খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ঝুঁকিপূর্ণ গ্রুপ ফিডকে সাহায্য করার জন্য দেশের অন্যান্য স্থানের ন্যায় আজ গাইবান্ধায় ১০ টাকায় কেজি দরে প্রতি কেজি চাল বিক্রি শুরু হয়েছে। গাইবান্ধায় ১০ টাকা দরে চাল বিক্রি কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
খাদ্য অধিদপ্তরের আওতায় এ জেলায় সরকারের কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এ জেলায় নির্বাচিত কার্ড হোল্ডারদের মোট ১৯২ জন ডিলারের মাধ্যমে ভর্তুকি চাল দেওয়া হবে।
মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ ৫ মাসে প্রতিটি কার্ডধারীকে ৩০ কেজি চাল প্রতি কেজি ১০ দরে বিক্রি করা হবে টাকা।
১০ টাকা দরে চাল পাবে যারা তাদের মধ্যে ২০ হাজার ৮২০ জন কার্ডহোল্ডাররা সদর উপজেলায় চাল, সাঘাটা উপজেলায় ১৩,৫৫৮ জন, সাদুল্লাপুর উপজেলায় ১৩৯৪৮ জন, সুন্দরগঞ্জ উপজেলায় ২৪০১১ জন, গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪৩৫৯ জন, পলাশবাড়ী উপজেলায় ১১৮৫৮ জন,এবং ফুলছড়ি উপজেলায় ৯০৮৩ জন।
আজ ৫ মার্চ সোমবার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তুসসীঘাট বাজারের পাট হাটিতে অতি দরিদ্র পরিবারের সদস্যদের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক এম আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
উদ্বোধনের এসময় ডিসি গৌতম চন্দ্র পাল বলেন, দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় গাইবান্ধা জুড়ে এ ককর্মসূচী চলবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য এটি জেলা খাদ্য প্রক্রিয়াকরণ প্রোগ্রাম চালু করা হয়; এতে দরিদ্র জনগোষ্ঠির অত্যন্ত উপকার হবে।
তিনি আরো এ বিষয়ে কোনও অনিয়ম এবং সমালোচনা ছাড়া সঠিকভাবে এ প্রোগ্রাম চালানোর জন্য ডিলারদের ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন । ও সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনর রশিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমজাদ হোসেন জানান, নির্দেশিকা অনুযায়ী, মহিলাদের-বিশেষ করে বিধবা, তালাকপ্রাপ্ত বা পরিত্যক্ত এবং শিশুদেরকে দরিদ্র পরিবারের নেতৃত্বে অগ্রাধিকার দেওয়া হবে, নির্দেশিকা অনুযায়ী।
এক প্রশ্নের জবাবে জেলা খাদ্য কন্ট্রোলার বলেন, খোলা বাজারের বিক্রি (ওএমএস) কর্মসূচী জেলা শহরে শুরু হবে টিসি ৩০ কেজি করে চাল প্রতিজনের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রি করতে হবে।