
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ (ডাংহাট) গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বোরো ধানক্ষেত কেটে তছনছ, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত শামসুল হকের ছেলে খলিল মিয়ার সাথে চাচা মৃত নবেজ উদ্দিনের ছেলে আলেক মামুদ এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টার সময় আলেক মামুদ কিছু সংখ্যক ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে বিরোধ পূর্ণ জমিতে থাকা ঘর-বাড়ি ও রোপনকৃত রোরো ধানক্ষেত কেটে তছনছসহ ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে নগদ টাকা স্বর্ণালঙ্কার, ধান-চাল লুটপাট করে নিয়ে যায়।
এতে খলিলের প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়। এসময় জনতা সন্ত্রাসীদের ধাওয়া করে খামার পাঁচগাছী গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাককে আটক করে। পরে খবর পেয়ে পুলিশের এসআই আনিছুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাককে উদ্ধার করে থানা নিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।