
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৮ মার্চ বুধবার সকালে বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মামুনুর রশিদ, গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামরুল হোদার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, সাংগাঠানিক সম্পাদক যথাক্রমে দুরবস্থ ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ ও সাবেক ইউপি চেয়ারম্যান তোহিদুল ইসলাম শাহিন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি কৃষ্ণ কুমার চাকী, সহকারী প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, শরীর চর্চা শিক্ষক রেজাউল করিম মন্ডল, সহকারী শিক্ষক গোলাম রব্বানী, শিশির কুমার,হাসিবুল হক তুষার, জাহিদ হাসান, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান, আজাহার আলী, নজরুল ইসলাম, ওবায়দুল হক, সাদিকুল ইসলাম, আব্দুল্লাহ্ বিন রশিদ,রুমিলা ইয়াসমিন,সৈয়দা মাহফুজা খতুন,আরজুমান বানু,মিনু খাতুন, রত্না, পারভীন, নুপুর রাণী, আশরাফিয়া বেগম প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় ৬ টি গ্রুপে ২৬ টি ইভেন্টে মোট ১০১ জন বালক বালিকা অংশ নেয়।