
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন গত বছরের ৩০ অক্টোবর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি বছর এ ভাষনটিকে যথাযগ্যে মর্যাদায় পালন করে আসছে। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় উজ্জীবিত জাতি এবার ৭ মার্চের এই দিনটিকে ভিন্ন মাত্রায় উদযাপিত করার জন্য জাতির পিতার রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়নে তারি কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ৩ বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ উপলক্ষে কর্মসূচি পালন করছে।
এরিই অংশ হিসাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন গুলো ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের আরো অন্যন্য অঙ্গসংগঠন গুলো উপজেলা পরিষদ চত্ত্বরের মুক্ত মঞ্চে সমবেত হয়ে ৭ মার্চের উপর এক আলোচনা সভায় অংশ গ্রহণ করে।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক যথাক্রমে হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক যথাক্রমে আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, তৌহিদুর রহমান শাহীন প্রমূখ। এ ছাড়াও যুবলীগ ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদক ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে এক বিশাল র্যালী উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বের হয়ে পৌর সভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে।