
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রানা শেখ (৩০) কে হিরোইন ও ইয়াবা সহ হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ।
আজ ২০ মার্চ মঙ্গলবার বিকাল অনুমানিক ৪ টা ৪৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে গোবিন্দগঞ্জ পৌর এলাকাধীন শিল্পপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডের নিকট হতে গোবিন্দগঞ্জ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রানা শেখ(৩০) কে ৪০ গ্রাম হেরোইন ও ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। উদ্ধার কৃর্ত হেরোইন ও ইয়াবার মোট মূল্য ৫,৪০,০০০/- টাকা।
আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী রানা শেখ (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর গ্রামের আশরাফ আলীর ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান,আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় আরো ৫ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। হিরোইন ও ইয়াবাসহ আটকের ঘটনায় রানার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।