
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি জমা বিরোধের জেরে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্টান থেকে নগদ টাকা চুরি সহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে মর্মে থানায় অভিযোগ দায়ের।
জানাগেছে, গত শনিবার দিবাগত গভীর রাত অনুমান ৩ টার দিকে উপজেলার কামদিয়া বাজারে শফিউল ভ্যারাটিজ ষ্টোর ও হাফিজৃর রহমানের কনফেকশনারীর দোকান অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে গেছে। এতে শফিউলের দোকানে থাকা বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য, সিগারেট ও হাফিজুরের দোকানের ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, আই পি এস সহ বেকারীর সামগ্রী পুড়িয়ে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার কামদিয়া ইউনিয়নের তুলট গ্রামের হাফিজার রহমানের ছেলে শফিউল ইসলামের সহিত একই গ্রামের ওমর উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন সরকারের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। সানোয়ার হোসেন ও তার লোকজন বে-আইনী ভাবে জমি দখল করতে না পেরে প্রায়ই শফিউল ও তার পরিবারকের বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকী প্রদান করে আসত। এ সব ক্ষয়ক্ষতি করতে না পেরে তারা ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল কেটে ক্যাশে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে দোকানে আগুন লাগিয়ে দিয়ে ছিটকে পরে।
এ ব্যপারে সানোয়ার সরকার সহ চিহ্নিত ৫/৬ জনের বিরুদ্ধে চুরি ও অগ্নি সংযোগের অভিযোগ এনে শফিউল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছে।