
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)ও পরিবার কল্যান সহকারী(FWA)দের শিক্ষাগত যোগ্যতা উন্নিতকরনসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে আজ ৫ মার্চ সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
দীর্ঘ ৫৭ বছরে নিয়োগ বিধি কার্যকর না হওয়া,নিয়োগ বিধি পরিবর্তন,ও পদোন্নতির দাবীতে বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি মানিকুর রহমান(fpi)সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার( fpi) কোষধ্যক্ষ পারভিন বেগম(fpi)নাজমা বেগম fwa সেলিম রেজা মহলদার প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।