
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ বছরের শিশু ধর্ষণের দায়ে মিজানুর রহমান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু নির্যাতন দমন আদালত। যাবজ্জীবনসহ তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গাইবান্ধা শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম আলী আহমেদ আজ ২১ মার্চ বুধবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের আবদুল মতিনের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে মিজানুর রহমান শিশু ধর্ষণের অভিযোগে স্থানীয় থানায় মামলা হয়। সুন্দরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুর রাজার ২০১৩ সালের ৩০ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক এই রায় দেন।