
গাইবান্ধায় নতুন প্রজন্মের এগারো কণ্ঠযোদ্ধার কন্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এগারোটি গান নিয়ে অনুষ্ঠান একাত্তরের এগারো অনুষ্ঠিত হয়। আজ রবিবার আজ ২৫ মার্চ সন্ধ্যা সাতটায় গাইবান্ধা শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিখ্যাত এগারোটি গান সম্মিলক কন্ঠে গেয়ে শোনায় উদীচী গাইবান্ধা পরিচালিত সত্যেন সেন সঙ্গীত বিদ্যালয়ের লাল-সবুজের পোশাকে সজ্জিত নতুন প্রজন্মের এগারো কন্ঠযোদ্ধা।
উদীচী গাইবান্ধা জেলা সভাপতি জহুরুল কাইয়ুম অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্যে বলেন, ‘একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অসংখ্য দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, গণসঙ্গীত, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অমিয় প্রেরণার উৎস ছিল। সেই গানগুলোর মধ্যে থেকে উদ্দীপনাময় জনপ্রিয় এগারোটি গান আমরা বেছে নিয়েছি মুক্তিযুদ্ধের এগারো সেক্টরের যোদ্ধাদের স্মরণ করে।’
আমাদের মুক্তিসংগ্রামে উদ্দীপনাময় জনপ্রিয় যে এগারোটি গান অনুষ্ঠানে পরিবেশিত হয় সেগুলো হলো- ও আমার দেশের মাটি, মাগো ভাবনা কেন, কারাব ঐ লৌহ কপাট, নোঙল তোল তোল, তীরহারা এই ঢেউয়ের সাগর, শোনো একটি মুজিবরের থেকে, সোনা সোনা বলে লোকে বলে সোনা, ভয় কি মরণে রাখিতে সন্তানে, এই শিকল পড়া ছল মোদের, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ও জয় বাংলা বাংলার জয়।
চুনি ইসলামের সংগীত পরিচালনায় গানগুলো গেয়েছেন রওনক জাহান রোজা, পত্রলেখা দাশ তুনতুন, তাসনিয়া তাবাস্সুম বিনতে ফেরদৌস, মৃত্তিকা, মাশিয়াত মন্জিল জয়ী, সৃজনী বর্মন দিঘী, নিকিতা সাহা, হিমানী ইসলাম রোদেলা, কাজী উম্মে জারিন থিয়া, ফারিয়া ফাতেমা স্বস্তি ও আনিকা তাসীন সামান্তা।
জহুরুল কাইয়ুমের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন মাহমুদ সাগর মহব্বত, মিজানুর রহমান মিলন, মানিক বর্মন, আব্দুল্লাহ্ আল ফাহাদ সৈকত। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মশিউর রহমান, সাজ্জাদ চৌধুরী, মাহমুদুল গনি রিজন, শিরিন আকতার, সজীব চাকী পলাশ, আহাদুজ্জামান রিমু, রণজিৎ রায়।
উদীচী গাইবান্ধার সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন বলেন, একাত্তর আমাদের এই ভূখন্ডের মানুষের জন্য এক অনন্য সময়। দুঃসহ নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠা মানুষ লড়াইয়ের মাধ্যমে এবং অযুত প্রাণের বিনিময়ে অর্জন করে স্বাধীন বাংলাদেশ। অপূর্ব সুন্দর ও মানবিক বিকাশের উত্থান ঘটে মুক্ত স্বদেশে। মুক্তিযুদ্ধের এগারো সেক্টরের যোদ্ধাদের স্মরণ করে নতুন প্রজন্মের কন্ঠে মুক্তিযুদ্ধেও এগারোটি গান নিয়ে আমাদের আয়োজন একাত্তরের এগারো।