
গাইবান্ধায় দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গাইবান্ধায় একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক একটি বিশেষ প্রোগ্রাম বাস্তবায়ন করছে।
এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক, সুইপ এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) ও পায়কট বাংলাদেশের সহযোগিতায় গাইবান্ধা জেলা প্রশাসন এই প্রকল্পটি বাস্তবায়ন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ২৯ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ এই কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জেন্ডার এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট স্পোলিস্ট’র (যুগ্ম সচিব) সত্যজিত কর্মকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদিকুর রহমান, সেইপে সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট অফিসার একেএম মঞ্জুরুল হক, জেলা প্রশাসন অফিসের সহকারি কমিশনার রফিকুল ইসলাম, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, এসকেএস’র একেএম আশরাফুর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রের রোকনুদৌলা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, দিলরুবা পারভীন ঝর্নাসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে পাঁচ লক্ষ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। সম্পুর্ণ সরকারি খরচে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে ৭০ শতাংশের চাকরির সুযোগ রাখা হয়েছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ কার্যক্রমে কমপক্ষে ৩০% নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
সুবিধাবঞ্চিত মানুষ যেমন- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, চর ও হাওরসহ দুর্গম এলাকার অধিবাসী, বিলুপ্ত ছিট মহলেরর বাসিন্দা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কমপক্ষে এক লক্ষ জনকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তা করা হবে। প্রশিক্ষণ চলাকালে এ জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ভাতার বিশেষ বৃত্তি দেয়া হচ্ছে। দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে গাইবান্ধায় তৈরি পোশাক ও টেক্সটাইল, নির্মাণ (কনস্ট্রাকশন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ, চামড়া ও পাদুকা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, এগ্রো ফুড প্রসেসিং, নার্সিং এন্ড হেলথ টেকনোলজি এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই কর্মশালায় জেলা উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী, সাঁওতাল, হরিজনসহ দলিত জনগোষ্ঠী, এনজিও কর্মী, ইউপি চেয়ারম্যান ও ইউপি মেম্বর এবং গাইবান্ধা পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলররা এতে অংশ গ্রহণ করেন।