
গাইবান্ধা শহরের চিহ্নিত বেপরোয়া পেশাদার মাদক ব্যবসায়ী সঞ্জু চন্দ্র বিশ্বাস কালু কে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ ১৫ মার্চ বৃহস্পতিবার দুপুর অনুমানিক ১২ টা ৪০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা পৌরসভাধীন কলেজপাড়া এলাকা হতে পেশাদার ইয়াবা ব্যবসায়ী ও মাদক সেবক শ্রী সঞ্জু চন্দ্র বিশ্বাস (কালু)(৩৩) কে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সঞ্জু চন্দ্র বিশ্বাস কালু (৩৩) পৌরসভাধীন কলেজপাড়া গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাসের ছেলে। সে অত্র কলেজপাড়া এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান পদ্ধিতে ইয়াবা বিক্রয় করতো।
ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান, ইয়াবা সহ গ্রেফতারকৃত আসামী সে পূর্বেও মাদক ব্যবসা ও সেবনের জন্য কারাভোগ করেছে। ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতারের ঘটনায় সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।