
গাইবান্ধায় দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৮ পালিত হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক, রাজনৈতিক, উন্নয়ন ও নারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ঐতিহ্যবাহি সুরবাণী সংসদের শিশু শিল্পীরা সুসজ্জিত সাজে গান গেয়ে সড়ক মাতিয়ে তোলে। অনুষ্ঠানে শিশুরা যেমন খুশি সেজে এতে অংশ নেয়।
পরে গাইবান্ধা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম।
প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা প্রেস ক্লাবের সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রতিনিধি রেদওয়ানুর রহমান, পলাশবাড়ি প্রতিনিধি মো. আরিফ হোসেন, সাঘাটা প্রতিনিধি মিজানুর রহমান রাঙ্গা, সাদুল্যাপুর প্রতিনিধি শহিদুল হক, গোবিন্দগঞ্জ প্রতিনিধি মাহমুদ খান প্রমুখ।
বক্তারা আমাদের সময়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় এবং জাতীয় অগ্রগতিতে পত্রিকাটি বিশাল ভূমিকা পালন করছে। পত্রিকাটি আগামীতে আরও এগিয়ে দেশের শীর্ষ স্থানে পৌছে যাবে।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ও উপজেলা প্রতিনিধিরা। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুকুল মোল্লার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা আমাদের সময় জেলা প্রতিনিধি খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপরে সংগীত ও নৃত্য পরিবেশন করেন সুরবাণী সংসদের শিল্পী মাসুদ মেহেদী, তোফাজ্জল, সবুজ, মমিন, সেঁজুতি, ফাহিম ও ফাহিমা, আপন। তবলায়- মহব্বত সাগর, কিবোর্ডে- মিলন, প্যাডে- মানিক, মন্দিরায়- আব্দুল বারী, হারমোনিয়ামে- জাহিদ হাসান সবুজ। সংগীতানুষ্ঠানের উপস্থাপন করেন