
সৌরভ গাঙ্গুলির অসাধারন ব্যক্তিত্ব তাকে ক্রিকেট ভক্তদের মাঝে আলাদা একটি আসন তৈরী করে দিয়েছে। ক্রিকেটার হিসেবে তিনি যেমন সফল, বাবা হিসেবেও অনন্য।
কলকাতার যুবরাজ খ্যাত এই ক্রিকেটার ভালোবেসে বিয়ে করেছিলেন নৃত্যশিল্পী ডোনা রায়কে। চণ্ডী গঙ্গোপাধ্যায়ের রক্ষণশীল পরিবারের ডানপিটে সৌরভই ছিলেন প্রথম, যিনি লাভ ম্যারেজ করেছেন।
সৌরভ ও ডোনার মিষ্টি মেয়ে সানা।
মেয়ে সানা যদি একজন ক্রিকেটারকে মন দেয়া নেয়া করেন, তাতে আপত্তি করবেন না বাবা সৌরভ। কলকাতার স্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।
সৌরভকে শুরুতেই প্রশ্ন করা হয়, আপনার মেয়েকে একজন ক্রিকেটারের সঙ্গে প্রেম করতে দেবেন? জবাবে তিনি বলেন, এতো একেবারে সোজাসুজি বাউন্সার। খুব কঠিন প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তরের জন্য একটু সময় নিচ্ছি।
এরপর বাকি প্রশ্নগুলোর উত্তর দেয়ার পর সাক্ষাৎকারের শেষে আবারও সানা সম্পর্কে পুরনো প্রশ্ন করলে একশব্দে সৌরভ জানান, ‘হ্যাঁ’।
সৌরভ রাজি থাকলেও তার মেয়ে সানা কি গ্রহণ করবেন এই সুযোগ? কোনো ক্রিকেটারের সঙ্গে কি মন দেয়া নেয়া শুরু করবেন; নাকি পা বাড়াবেন অন্য কোনো জগতে? সে প্রশ্নের উত্তর খোঁজতে অবশ্য এখন অপেক্ষাই শুধু পালা।
টাইগারদের সামাল দিতে ভারতকে কষ্ট ভোগ করতে হবে: সৌরভ গাঙ্গুলি
এর আগে পেশাদারিত্বের দিক থেকে ভারত অনেক এগিয়ে থাকলেও সেমিফাইনালে টাইগারদের সামাল দিতে অনেক কষ্ট ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
তিনি বলেন, বর্তমান ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা এক নম্বর দল হলেও ভারতের বিপক্ষে আফ্রিকানদের চেয়ে ভালো লড়াই করবে টাইগাররা।
এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, স্নায়ু যুদ্ধে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান থেকেও পিছিয়ে। ভারত দারুণ লড়াই করছে। এমন আবহাওয়া ও কন্ডিশনে ওরা শক্তিশালী হলেও তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
তিনি আরো বলেন, কাগজে কলমে বাংলাদেশ দুর্বল হলেও তারা আফ্রিকানদের থেকে ভালো লড়াই করবে। তাদের ভালো ব্যাটসম্যান রয়েছে, তারা স্পিন ভালো খেলে এবং বোলাররাও অনেক ভালো বল করছে। তবে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা ভারতকে তারা রুখতে পারবে কি না তা আমি নিশ্চিত নই।
প্রশংসা করার পর বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তুলেন এই সাবেক ক্রিকেটার। তিনি মনে করেন ভারত বাংলাদেশ থেকে অনেক এগিয়ে এবং পেশাদারিত্বের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে।
উল্লেখ্য, আগামী ১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।