
আইটেম গানের মাধ্যমে বলিউডে ফিরলেন উর্মিলা মাতন্ডকর। ছবি: সংগৃহীত
নব্বই দশক মাতানো অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর বিয়ের পর আড়ালে চলে গিয়েছিলেন। দশ বছর আগে শেষবারের মতো রুপালি পর্দায় দেখা দেওয়া নায়িকা সম্প্রতি প্রত্যাবর্তন করলেন।
আসন্ন সিনেমা ‘ব্ল্যাকমেইল’ এর ‘বেওয়াফা বিউটি’ নামের আইটেম গানে নাচলেন তিনি। উর্মিলা অভিনীত গানটি প্রকাশ পেতেই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শিশু শিল্পী হিসেবে বলিউডে পা রাখেন উর্মিলা। এরপর ৯০ দশকে একের পর এক হিট সিনেমায় অভিনয় করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অসংখ্য সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। ২০১৬ সালে ৩ মার্চ কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মোহসিন আখতার মীরকে বিয়ে করে সংসারী হন তিনি।
উর্মিলাকে শেষ দেখা যায় ২০০৮ সালে হিমেশ রেশামিয়ার বিপরীতে ‘কর্জ’ সিনেমায়। এবার এই আইটেম গানের মাধ্যমে তিনি বড় পর্দায় ফিরছেন দীর্ঘ ১০ বছর পর। উর্মিলার গানটি ইতোমধ্যেই প্রকাশ করেছেন নির্মাতা। দেখে নিতে পারেন উর্মিলা অভিনীত গানের এক ঝলক-
সূত্র: হিন্দুস্তান টাইমস