
“সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবন ধারা” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসকে সফল ভাবে পালন করতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ৬ মার্চ মঙ্গলবার সকালে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিঠান, সরকারী অফিস অংশগ্রহন করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, সহকারী জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ অন্যান্যরা।