
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩ ‘শ আসনে প্রতিদ্বন্দিতা করবে জাতীয়পার্টি – সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মাদ এরশাদ
আজ ৪ মার্চ রবিবার বেলা ১.৩০ মিনিটের সময় গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মোহাম্মাদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পীর বাসায় আগমন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মাদ এরশাদ। এসময় তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একক ভাবে তিন’শ আসনে প্রতিদ্বন্দিতা করবে জাতীয় পার্টি ।
এসময় জাতীয়পার্টির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মোহাম্মাদ এরশাদ পলাশবাড়ী আগমনে পুলিশের পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়।