
বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড তথা অস্কার। এবার অনুষ্ঠিত হয়েছে এই পুরস্কারের ৯০তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার (৫ মার্চ) ভোরে বসে এই আসর।
অনুষ্ঠানে পুরস্কার প্রদান ও বিভিন্ন পরিবেশনার ফাঁকে দেয়া হয়েছিলো বিরতি। এই সময়ে আগত দর্শক ও তারকারা একটু বিশ্রাম তথা জরুরি কাজগুলো সেরে নিচ্ছিলেন। এই বিরতিতে বসে ছিলেন না হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লরেন্সও। সুযোগের সদ্ব্যবহার করেছেন তিনি।
জেনিফার লরেন্স ও মেরিল স্ট্রিপ
বিরতির সময়ে জেনিফার বর্ষীয়ান অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গে দেখা করেন। তবে এই দেখা করতে আসাটা ছিলো ভিন্ন কায়দায়। থিয়েটারে পাতা খালি আসন ডিঙিয়ে তিনি মেরিল স্ট্রিপের সামনে আসেন। তারপর কুশল বিনিময় করে কিছুক্ষণ আলাপ করেন।
এবারের অস্কারে মনোনয়ন পেয়েছিলেন মেরিল স্ট্রিপ। এই নিয়ে ২১ বার অস্কার মনোনয়ন পেয়েছেন এবং জিতেছেন তিনবার। অন্যদিকে ২৭ বছর বয়সী জেনিফারও নিজের ঝুলিতে একটি অস্কার নিয়েছেন।