
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বারবার নির্যাতিত হয়েও বিচার না পেয়ে অনেক আদিবাসী জীবনের ওপর ভরসা হারিয়ে ফেলছেন। কেউ কেউ দেশ ছেড়ে চলেও যাচ্ছেন। কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না।
রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট-২০১৭’-এর মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক কাপেং ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
সুলতানা কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সব মানুষ সমান অধিকার পাবেন। কিন্তু দেশ স্বাধীন হলেও অনেকেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে আদিবাসীরা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাদের ঘরবাড়ি জমিজমা কেড়ে নেওয়া হচ্ছে। তারা নির্যাতন ও ধর্ষণের শিকার হলেও সঠিক বিচার পাচ্ছেন না।’
সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম বলেন, ‘রাজনৈতিক স্বাধীনতা পেলেও এ দেশের আদিবাসীরা পরাধীন হিসেবে বসবাস করছেন। পার্বত্য চট্টগ্রাম তাঁদের হলেও বর্তমানে সেখানে বাঙালিদের সংখ্যা বেশি। দিনের পর দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।’
অনুষ্ঠানে আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। এতে আরো বক্তব্য দেন সংসদ সদস্য উষাতন তালুকদার, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক বাঞ্চিতা চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, অক্সফামের অনুষ্ঠান পরিচালক এম বি আক্তার প্রমুখ।সূত্র-আরটিএনএন