
বর্তমানে ছবির শুটিং নিয়েই ব্যস্ত ঢালিউড কিং শাকিব খান। শুটিংয়ের জন্য অধিকাংশ সময়ই কাটাচ্ছেন দেশের বাইরে। অবশ্য দেশে এসেও এফডিসিতে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং করেছেন। অন্যদিকে নিজের নতুন ছবি ‘ভাইজান এলো রে’র শুটিংয়ে অংশ নিতে কলকাতা যাচ্ছেন এ অভিনেতা।
কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলার মধ্যেই ছিলেন ঢালিউডের এ তারকা। গত ২২ ফেব্রুয়ারি এ অভিনেতার দাম্পত্য জীবনের অবসান হয়। ওইদিনই অপু বিশ্বাসের সঙ্গে তার ডিভোর্স কার্যকর হয়। কারণ বরাবরই নিজের সিদ্ধান্তে স্ট্রিক্ট ছিলেন শাকিব। অপু বারবার মিমাংসা চাইলেও শাকিব ডিভোর্সের পথেই হেঁটেছেন। কলকাতায় যাওয়ার আগে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে তাই জানালেন, এসব নিয়ে এখন আর ভাবেন না তিনি।
শাকিব জানান, এসব নিয়ে আর কিছুই বলতে চাই না। কারণ এসব এখন শুধুই অতীত। অতীত নিয়ে ভেবে সময় নষ্ট করা ঠিক নয়। বর্তমান সময়ে আমার কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে কতটুকু এগিয়ে রাখতে পেরেছি, কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়-সেটাই ভাবতে চাই।