
মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার একটি টেলিভিশন নিউজ স্টেশনে প্রথমবারের মতো পুরো সময় রিপোর্টিংয়ের জন্য একজন হিজাবি নারীকে নিয়োগ দেয়া হয়েছে।
ওয়েস্টার্ন ইলিনয়ের ‘লোকাল-৪ নিউজ’ স্টেশনে তাহেরা রহমানকে এই নিয়োগ দেয়া হয়।
শুক্রবার ইলিনয়-আইওয়া সীমান্তের ক্যুইড সিটির সিবিএস অধিভুক্ত ‘লোকাল-৪ নিউজ’-এ ঘোষণা দেয় যে তাহেরা রহমান তাদের নতুন ‘অন-এয়ার’ (সরাসরি সম্প্রচারিত) প্রতিবেদক। এতে আরো বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদ স্টেশনে প্রথমবারের মতো পূর্ণসময়ের সাংবাদিক যিনি হিজাব পরিধান করেন।
তাহেরা রহমান সংবাদমাধ্যমটিতে একজন নিউজ প্রডিউসার হিসাবে শুরু ক্যারিয়ার শুরু করেন। প্রায় দুই বছর পর তিনি পদোন্নতি পেয়ে অন-এয়ার প্রতিবেদকের দায়িত্ব পান। স্বাস্থ্যকেন্দ্রের জন্য তহবিল সংগ্রহের একটি রিপোর্ট নিয়ে প্রথমবারের মতো তিনি তার নতুন ভূমিকায় দর্শকদের সামনে হাজির হন। এসময় তার মাথায় ছিল কালো ও সবুজ রঙের একটি হিজাব।
তাহেরা রহমানের প্রমোশন নিয়ে ‘লোকাল-৪ নিউজ’কে বলেন, ‘আমি টিভির পর্দায় আমার মতো হিজাব পরিহিত কাউকে দেখিনি, তাই আমি কখনোই ভাবিনি এটি হওয়ার সম্ভাবনা ছিল।’
তিনি বলেন, শিকাগোতে ‘সিবিএস ইভিং নিউজ ব্যুরো’তে ইন্ট্রান করার সময় থেকেই তাকে বলা হয়েছিল যে, তিনি যদি তার হিজাব অপসারণ করতে অস্বীকৃতি জানান তবে, তার কর্মজীবন অত্যন্ত কঠিন হবে।
তিনি আরো জানান, শিকাগো এলাকার অনেক সংবাদ স্টেশনগুলোতে প্রত্যাখ্যাত হওয়ার পর তার মায়ের একটি আবেগমাখা ফোন কল তাকে ‘অন-ইয়ার’ রিপোর্টিং এর প্রচেষ্টা ছেড়ে না দেয়ার জন্য প্ররোচিত করেছিল।
‘লোকাল-৪ নিউজ’র রিপোর্ট অনুযায়ী, তাহেরা শিকাগোর লয়োলা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রথম সেগমেন্ট রিপোর্টটি দেখার জন্য তার পরিবার কয়েক ঘণ্টার জন্য শিকাগো থেকে ক্যুইড সিটিতে আসেন বলে এতে বলা হয়।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার
আরো পড়ুন…
ট্রাম্পের সিদ্ধান্ত আটকে দিলেন নিকোলাস গারাওফিস
ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত দেশটির আরেকটি আদালত আটকে দিয়েছেন। মঙ্গলবার ব্রুকলিনের ডিস্ট্রিক্ট জজ নিকোলাস গারাওফিস এই আদেশ দেন।
শিশু বয়সে যেসব অভিবাসী মা-বাবার সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, তাঁদের ড্রিমার্স বলা হয়। এই অভিবাসীদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ‘ডাকা’ কর্মসূচি শুরু করেছিল। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মার্চেই এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।
ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রুকলিনের আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিবাসীরা। তাদের পক্ষ অবলম্বন করেছিলেন এখানকার অ্যাটর্নি জেনারেল। মঙ্গলবার ছিল এই আবেদনের শুনানির দিন। এ দিন বিচারক নিকোলাস গারাওফিস তাঁর আদেশে জানান, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী ডাকা কর্মসূচি মার্চ থেকে বন্ধ করা যাবে না।
এর আগে সানফ্রান্সিসকোর ফেডারেল জজও এক আদেশে ডাকা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেন। ওই আদেশে আদালত বলেছিলেন, মামলা যত দিন চলবে তত দিন এই কর্মসূচি চলবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন পরিবর্তন করা হবে কি না, তা নিয়ে বর্তমানে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে।