
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২’শ ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের টিফিন বক্স বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিফিন বক্স বিতরণের উদ্বোধনী এক আলোচনা সভা ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, অধ্যক্ষ গোলাম আযম।
প্রধান অতিথি কোমলমতি শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সময় মতো খাবার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তাই টিফিন বক্সে করে তাদের খাদ্য সরবরাহের আহবান জানান তিনি। এব্যাপারে ইউএনও’র সঙ্গে কথা হলে তিনি জানান ভূমি উন্নয়ন করের অর্থ ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক সহায়তায় উপজেলার ২’শ ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ হাজার ৪’শ ৭৪ জন শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। পরে প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দিয়ে কর্মসুচির উদ্বোধন ঘোষণা করেন।