
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রামজীবন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আইয়ুব আলীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ও আজ শনিবার ভোরে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ বেকাটারী গ্রামের ইয়াকুব আলীর ছেলে রামজীবন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আইয়্বু আলী, পৌর ১ নং ওয়ার্ডের মৃত সিরাজুলের ছেলে আরিফ ইস্পাহানী, পূর্ব সোনারায় গ্রামের জলিলের ছেলে শাহ আলম, জাহেদুল কসাই, জমির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ও উজান বোচাগাড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আসামীদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।