
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মুনছুর আলী (৫০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুনছুর আলীর ছোট ভাই মোসলেম মুন্সিকে আটক করেছে পুলিশ।
আজ ২৬ ফেব্রুয়ারী সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনছুর আলী ওই গ্রামের আকাব্বর ওরফে ফেলান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মুনছুর আলীর সাথে তার আপন ভাই মোসলেম মুন্সি ও চাচাত ভাই মোজা মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিলো। সম্প্রতি একটি গাছ কাটা ও কবরস্থানের জমি নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। সোমবার উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোসলেম মুন্সি ও মোজা মিয়া মুনছুর আলীকে মারধর করতে থাকে। এক পর্যায়ে মোসলেম মুন্সি তার হাতে থাকা লাঠি দিয়ে মুনছুর আলীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মুনছুর আলীর মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুনছুর আলীর ভাই মোসলেম মুন্সিকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ তৎপর অব্যহত রয়েছে।