
‘সরকারের এমপি-মন্ত্রীরা মাঠে এতদিন যা বলে আসছিলেন, বিচারকের রায়ের সঙ্গে তা হুবহু মিল রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জেল হবে, কারাগারে যেতেই হবে- এমন কথাই তো আমরা বিগত দু’বছর শুনে আসছি। বৃহস্পতিবার সেটিই বিচারক ড. আখতারুজ্জামানের রায়ে দেখলাম’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। উপস্থিত ছিলেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ মামুন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।
রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দেয়ার ঘটনায় নিন্দার ঝড় বইছে। মানুষ এ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন সংগঠন।
রিজভী আরো বলেন, ‘সরকার প্রধান সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ হয়ে আদালত এবং সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় দিয়েছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে জনসভায় দাম্ভিকতা দেখিয়ে বললেন- কোথায় আজ খালেদা জিয়া? এ বক্তব্যে মনে হয়েছে, খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়ে প্রধানমন্ত্রী আত্মতৃপ্তি পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘প্রতিহিংসার বিচারে সারাদেশ যখন বেদনায় মুষড়ে পড়েছে, তখন প্রধানমন্ত্রীর উল্লাস করছেন। খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়ে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছেন।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ‘সাধারণ কয়েদীর মত রাখা হয়েছে’ বলে গণমাধ্যমে খবর এসেছে, যা নিয়ে তারা উদ্বিগ্ন।
তিনি আরো বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণ কেন? সরকারের এই প্রতিহিংসার শেষ কবে? সরকারের প্রতিশোধ নেয়া কবে শেষ হবে? প্রতিহিংসার আগুন কেন নিভছে না? নির্দয় নিষ্ঠুরতার মাত্রা আর কতো তীব্রতর হবে?’
রিজভী বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে পারছি না। আপনাদের (উপস্থিত সাংবাদিকদের) মাধ্যমে শুধু জানতে চাই- বিএনপি চেয়ারপারসন, আমাদের প্রিয়নেত্রী কেমন আছেন?’
সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, গত কয়েক দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশের মানুষকে জিম্মি করে, গ্রেপ্তার করে নির্যাতন করে, গুলি চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ।
এর মধ্যে দিয়ে সরকার দেশকে ‘নরকের দিকে’ ঠেলে দিচ্ছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “আপনারা কী মনে করেন, এই হুঙ্কার, এই ধমক প্রতিদিন মানুষ শুনতে থাকবে আর হজম করতে থাকবে?