
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় সংসদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আহসান হাবীব মাসুদ। আজ বুধবার উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মালেকের নিকট থেকে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদ স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ইতোপূর্বে তিনি মশাল মার্কা নিয়ে এ আসনে জাতীয় সংসদের নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন।
ঘোষিত তফশীল অনুয়ায়ী আগামী ১৪ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ও ১৩ মার্চ এ আসনটিতে জাতীয় সংসদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মালেক স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়ন পত্র সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মৃত্যু বরণ করলে আসনটি শূন্য হয়।