
রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার হাজী ওসমান গনি রোডের (আলু বাজার) মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার পাশে একটি ট্রান্সমিটার বিস্ফোরণে আজ শনিবার ছয় মাদ্রাসাছাত্র দগ্ধ হয়েছে।
মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে মসজিদের পাশের একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ওই মাগ্রসার ছয় শিক্ষার্থী দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ শিক্ষার্থীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কামুক্ত। এর মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রামমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
দগ্ধরা হলো- মো. সালমান মাসুদ (৮), আবদুর রহমান (৯),মো. আশিক (৭), মোস্তাকিন (৮) মো. জাবেদ (৬), মো. সাজ্জাদ হোসেন (৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । বাসস
এর আগে ২০১৭ সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া হাসান বাসের ধাক্কায় নিহতের ঘটনায় ফের উত্তাল হয়ে উঠেছিল পুরান ঢাকা। বাসের সংশ্লিষ্টদের খুনি হিসেবে অভিযুক্ত করে তাদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল তারা।
রবিবার রায় সাহেব বাজার মোড় অবরোধ করে মেডিকেল কলেজে শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ন্যাশনাল শিক্ষার্থীরা সাদিয়া হত্যার বিচার দাবিতে ব্যানার নিয়ে মিছিল করতে করতে রাস্তায় নেমে আসে।
শিক্ষার্থীরা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করে রাখে এবং প্রায় ঘণ্টাব্যাপী রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করে। এতে পুরান ঢাকার প্রবেশদাড় রায়সাহেব বাজারসহ আশেপাশের এলাকায় জন দুর্ভোগের সৃষ্টি হয়। এসময় অসংখ্য পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
পুলিশকে দেয়া আল্টিমেটামের ২৪ ঘণ্টা পেরিযে গেলেও পুলিশ তেমন কোন কার্যকরী পদক্ষেপ দেখাতে না পারায় সাদিয়ার সহপাঠিসহ মেডিকেল শিক্ষার্থীরা মাঠে নেমে আসে।
আন্দোলনকারীদের প্রধান সমন্বায়ক সাদিয়ার সহপাঠি রাসেল বলেন, আমরা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়েছিলাম। প্রশাসন বলছে তারা ঘাতক গাড়ি সনাক্ত করতে পারলেও খুনিকে সনাক্ত করতে পারে নি। তাই আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবি পূরণে অর্থাৎ খুনিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবিতে আজ আবার মাঠে নেমেছি। যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।