
গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের এম পি, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। কোমলমতি শিক্ষার্থীসহ ৯ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণসহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়াসহ কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আজ শনিবার বেলা ১২টায় উপজেলার ফুলপুকুরিয়া কলেজের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি এসব বলেন।
ফুলপুকুরিয়া কলেজের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মূকুর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর ও আলোচনা সভায় আবুল কালাম আজাদ এমপি বলেন, জাতীয় সংগীতের রুপকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি নজরুল ইসলাম ও নেতৃত্বের দিক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরন করে শিক্ষা ব্যবস্থা আরো সমৃদ্ধ করার মাধ্যমে আগামীতে বাংলাদেশ সভ্য ধনী ও মানবিক দেশে পরিণত হবে এতে কোনো সন্দেহ নেই। এর আগে প্রধান অতিথি উপজেলার মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন।
সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম রিপন, সাধারণ সম্পাদক রফিকুল আলম সরকার, ফুলপুকুরিয়া কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, শিক্ষা প্রকৌশলী আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন ও আলোচনা শেষে কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।