1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে ইইউ সংসদ নির্বাচনে ইসি থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে আলোচনা: ব্যয় সাশ্রয় ও যৌথ আয়োজনের দাবি সচেতন মহলের পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়!

পাকিস্তানে অভিনেত্রীকে গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ২৭ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানে সহিংসতাজনিত মৃত্যুর শিকার হলেন জনপ্রিয় এক অভিনেত্রী। দেশটির পশতুন মঞ্চ ও নৃত্য জগতের জনপ্রিয় নাম ছিলেন খান। গতকাল (৩ ফেব্রুয়ারি) দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।

শনিবার তিন দুর্বৃত্ত মারদান-ভিত্তিক এই হার্টথ্রব নারীশিল্পীকে প্রকাশ্য দিবালোকে তার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, খাইবার পাখতুন প্রদেশের শেখ মালতুন শহরে অভিনেত্রী সাম্বুল খানের (২৯) বাড়ির দরজা ভেঙে তিন দৃর্বৃত্ত ঢুকে পড়ে। সাম্বুল খানের ঘরে ঢুকে পড়ার পর একটি ঘরোয়া অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তারা তাকে তাদের সঙ্গে যেতে বলে। সাম্বুল খান তাদের সঙ্গে যেতে রাজি নন বলে জানানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়।

পুলিশের মতে, তিন দুর্বৃত্তকেই তারা শনাক্ত করতে পেরেছে। এ ঘটনায় পুলিশ একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তাতে তিনজন সন্দেহভাজনকে খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তিনজনের মধ্যে আছে পুলিশের সাবেক ইন্সপেক্টর নাঈম খট্টক, ট্যাক্সিচালক নাসিব এবং প্রয়াত সঙ্গীতশিল্পী গাজলা জাভেদের স্বামী জাহাঙ্গীর খান।

এদের তিনজনের কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, এরই মধ্যে এদের গ্রেফতার করতে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রেইড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

নাট্যকার বরজাহানের তিন ধারাবাহিক
ঢাকা: দেশের স্বনামধন্য নাট্যকার বরজাহান হোসেনের রচনায় ‘জামাই কাণ্ড’, ‘বাউন্ডুলে’ও ‘পাগলা হাওয়া’ নামে একসঙ্গে তিন ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে।

দেশের জনপ্রিয় তিনটি চ্যানেলে এই ধারাবাহিকগুলো প্রচারিত হবে। শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকা নিয়ে ২৬ পর্বের ধারাবাহিক ‘জামাই কাণ্ড’।

ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে দীপ্ত টিভিতে প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হবে বলে জানিয়েছেন রচয়িতা বরজাহান হোসেন।

জনপ্রিয় অভিনেতা শামীম জামানের পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আল মনসুর, আ.খ.ম হাসান, আরফান, প্রসূন আজাদ, সাবিলা নূর, জুঁই করিম, তারিখ স্বপন, জয়রাজসহ আরও অনেকে।

রেলস্টেশন, শাহবাগ, ছবির হাট, সংসদ ভবন, কারওয়ান বাজারসহ বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়া কিছু ভবঘুরে মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে দীর্ঘ ধারাবাহিক ‘বাউন্ডুলে’।

ফরিদুল হাসানের পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, চিত্রলেখা গুহ, কচি খন্দকার, মারজুল রাসেল, মৌসুমী হামিদ, শখ, সালমান মুক্তাদির, এলেন শুভ্র আরও অনেকে। নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।

এছাড়া জাহাঙ্গীর হোসেনের গল্প অবলম্বনে মানসিক রোগীদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে তৈরি হয়েছে কমেডি ধারাবাহিক ‘পাগলা হাওয়া’। ড্রিম মাল্টিমিডিয়ার প্রযোজনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন আশিক মাহমুদ রনি।

এ ধারাবাহিকে অভিনয় করেছেন-আমিরুল হক চৌধুরী, প্রাণ রায়, শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ, আব্দুল্লাহ রানা, আনিসুর রহমান মিলন, অর্ষা, মনিরা মিঠুসহ আরও অনেকে। ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন নাট্যকার বরজাহান হোসেন। ছবি ক্যাপশন- পরিচালক শামীম জামান, ফরিদুল হাসান, আশিক মাহমুদ রনি ও নাট্যকার বরজাহান হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft