
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গাইবান্ধা জেলার অন্তর্গত পলাশবারী উপজেলা শাখায় গঠনতন্ত্র বিরোধী নবগঠিত দুইটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে আপনারা, আব্দুল লতিফ (আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, গাইবান্ধা জেলা শাখা), রাশেদ মাহমুদ রনি (যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, গাইবান্ধা জেলা শাখা), শাহরিয়ার আহমেদ শাকিল (যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, গাইবান্ধা জেলা শাখা),-গঠনতন্ত্র ভঙ্গ করায় কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী আটচল্লিশ (৪৮) ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হলো।
এমন নির্দেশনা সম্বলিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের দলীয় পত্রে আজ ২৩ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।