
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম পলাশবাড়ী থানাধীন ৬নং বেতকাপা ইউনিয়নের অন্তর্গত মুরারীপুর এলাকা হতে ৪ জন মাদক কারবারিকে ৩২০ পিস ইয়াবাসহ আটক করে।
ইয়াবাসহ আটককৃত মাদক কারবারিরা হলো,মুরালীপুর গ্রামের মাহবুবুর রহমান ভুট্টুর ছেলে জাবেদ আলী(২৪), মৃত নুরুজামানের ছেলে রশিদুল ইসলাম ওরফে লাল মিয়া (৩৭), মৃত শমসের ছেলে বাতেন মিয়া (৩২), মাহবুর রহমানের স্ত্রী মোছাঃ জবেনুর বেগম (৪৮)।
ডিবি ওসি মেহেদী হাসান এখবর নিশ্চিত করে গণমাধ্যমে জানান, ৩২০(তিনশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ এ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয় । এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামী বাতেনের বিরুদ্ধে আরো ১ (এক) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।