
জিয়া অরফানেজ দূর্নীতি মামলার রায় প্রদানের প্রতিবাদে তৎক্ষনাৎ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাইবান্ধা -পলাশবাড়ী সড়কে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির অাহবায়ক অাঃ সামাদ মন্ডল, যুগ্ন অাহবায়ক আবু আলা মওদুদ, রাজা, জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির অাহবায়ক অাবুল কালাম অাজাদ, বিএনপির নেতা মুকুল, অান্জু প্রধান, সেলিম, মামুন, অাজাদুল ইসলাম,সাদেকুল ইসলাম রুবেল, যুবদলের অাহবায়ক মুসফিকুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক রবিউল ইসলাম লিয়াকত, যুগ্ন সাম্পাদক এ্যাড. মিজানুর রহমান নিক্সন, শ্রমিকদলের সাংগঠনিক হজরত অালী,যুবদল নেতা অাব্দুল লতিফ,ফুয়াদ হোসেন, সেচ্ছাসেবকদলের শরিফুল, মিন্জু, ছাত্রদল নেতা অালামিন,সবুজ লিফেজ, রাজু, মিলন, মিনু,বাবু,ছাইদুর, মারুফ, সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মামুন, সাধারণ সাম্পাদক হানিফ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ কালিন সময়ে এ সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ মিছিলের সময় বিক্ষোভকারীরা একটি টহল পুলিশ পিকআপকে ধাওয়া করলে পুলিশ পিকআপটি পিছু হটে পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।