
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাফর জাহিদ (নিউ) এর নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ও নিবির ক্যান্সার হেলথ এ্যান্ড এডুকেশন সোসাইটির সহযোগীতায় শীতার্থ মেধাবী ছাত্রছাত্রী ও সূধীজনদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আজ ১৪ ফেব্রুয়ারী বুধবার সকালে স্থানীয় স্টুডেন্ট কেয়ার স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান।
আরো বক্তব্য রাখেন, সরকারি কলেজের অবসর প্রাপ্ত সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী প্রধান আব্দুল্যা আল মামুন, আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা,পলিটেকনিক ইন্সিটিটিউট এর অধ্যক্ষ রফিকুল ইসলাম,আদর্শ হাইস্কুল এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আবু জাফর জাহিদ নিউ এর দুই সহোদর উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শাফী ও লাজেম, মহদীপর ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ষ্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের ছাত্রী নিশাত তাসনিম।