
বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা জেলার শাখার পলাশবাড়ী পলাশবাড়ীতে ছাত্রলীগের নব অনুমোদিত কমিটির পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার নব অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আজ ২১ ফেব্রুয়ারী বুধবার রাত ৭ টার সময় পলাশবাড়ী রংপুর ষ্ট্যান্ডে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের আয়োজনে উপজেলা কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের নিকট সার্বিক সহযোগীতা কামনা করে মতবিনিময় করেন নব অনুমোদিত কমিটির সভাপতি মামুন আর রশিদ সুমন, সাধারণ সম্পাদক খন্দকার মোঃ ফরহাদ হোসেন।
এসময় নব অনুমোদিত স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ, উপজেলা ছাত্রলীগের বিদায়ী আহবায়ক মেহেদী আসাদ রাসেল, যুবলীগ নেতা মুশফিকুর রহমান রাজীবসহ সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন,জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে মতবিনিময় সভায় নব অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,মিথ্যা তথ্য নিয়ে মিথ্যাচার না করে। সংগঠনকে ভালোবেসে এগিয়ে এসে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। আপনাদের সার্বিক সহযোগীতায় সকলকে নিয়ে আগামীদিনে এ উপজেলায় ছাত্রলীগ এগিয়ে যাবে দেশ ও জাতির কল্যাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন বাস্তবায়নে। এসময় তারা ছাত্রলীগকে নিয়ে সঠিক তথ্যে ভিক্তিতে তথ্য পরিবেশন করার জন্য সাংবাদিকদের নিকট অনুরোধ করেন।
উল্লেখ্য,গতকাল ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার সংগঠনটি জেলা কমিটির প্যাডে জেলা কমিটির আহবায়ক আব্দুল লতিফ আকন্দ ও সিনিঃ যুগ্ন আহবায়ক রাহাত মাহমুদ রনি স্বাক্ষরিত এক পত্রে মামুন আর রশিদ সুমন কে সভাপতি খন্দকার মোঃ ফরহাদ হোসেন কে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি অনুমোদন করেন। এ খবরে পদ বঞ্চিত উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আজ ২১ ফেব্রুয়ারী বুধবার বিকালে নব অনুমোদিত কমিটি বাতিলের দাবীতে পদ বঞ্চিত নেতারা দলীয় কার্যালয় হতে শহরের প্রধান সড়কে মৌন মিছিল, চৌমাথা মোড়ে প্রতিবাদি অবস্থান কর্মসূচী পালন করে দলীয় কার্যালয়ে উপজেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে।